শহিদুল ইসলাম খান মোরেলগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মো. শহিদুল ইসলাম খান শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মোরেলগঞ্জ উপজেলা পর্যায়ের বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান সোমবার বিকেল ৫ টার দিকে যাচাই-বাছাইয়ের ফলাফল ঘোষণা করেন।
শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়টি মাষ্টার খ.ম লুফর রহমান ১৯৯৫ সালে বলইবুনিয়া ইউনিয়নে শ্রেনীখালী এলাকায় প্রতিষ্ঠিত করেন। ২০১০ সালে এটি নিম্ন মাধ্যমিক ও ২০১৯ সালে মাধ্যমিক পর্যায়ে এসপিওভূক্ত হয়।
এমপিওভূক্তির বয়স মাত্র ৪ বছর হলেও বিদ্যালয়টি সাংস্কৃতিক কর্মকান্ড, স্কাউটিং, পাঠদান ও ফলাফলে সুনাম ধরে রেখেছে।
শিক্ষায় বিশেষ অবদানের জন্য তিনি ইতিপূর্বে, স্বাধীনতা স্মৃতিপরিষদ এ্যাওয়ার্ড, শের-এ-বাংলা এ্যাওয়ার্ড, মাদার তেরেসা এ্যাওয়ার্ড, ভারতের মহাত্নাগান্ধী এ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছেন। তার লেখা প্রবন্ধ ও কবিতা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এ ছাড়া ২০২৪ সালে বিভিন্ন ইভেন্টে উক্ত বিদ্যালয়েরশিক্ষার্থীরা উপজেলায় প্রথম স্থান অধিকার করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি গনেশ পাল ও এম. পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.