লিটন ফিরলেও এগিয়ে চলছেন মাহমুদউল্লাহ

চট্টগ্রাম ব্যুরো:  মধ্যাহ্ন বিরতি থেকে এসেই বেশি দূর যেতে পারলেন না আশা জাগানো লিটন দাস। ব্যাক্তিগত ৫৪ রান করে ক্রেইগ ব্রাথওয়েইটের বলে বোল্ড হয়ে সাজ ঘরে ফিরে যান। দলীয় ৩৯৩ রানে টাইগাররা লিটনের উইকেট হারায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২২ ওভারে ৭ উইকেট হারিয়ে ৪১৩ রান। মাহমুদুল্লাহ ৮৩ ও মিরাজ ১৭ রানে ব্যাট করছেন।

দ্বিতীয় দিনের খেলা শুরুর কিছু সময় পর সাকিব আল হাসান আউট হয়ে গেলে স্বাগতিকদের ছষ্ঠ উইকেটের পতন হয়। সেই সাথে হাতছাড়া হয় সাকিবের সেঞ্চুরি। ব্যাক্তিগত ৮০ রান করে রোচের বলে হোপের হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরে যান তিনি। তার আউটের পর মাহমুদুল্লাহ ও লিটনের জুটিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা। রিয়াদ এদিন তার ক্যারিয়ারের হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন লিটন দাস। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগেই লিটনও তার ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি তুলে নেন।

এর আগে শনিবার দ্বিতীয় দিনে সকাল ৯ টা ৩০ মিনিটে দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৫৯ রান করা বাংলাদেশের ইনিংসকে আরো সামনে এগিয়ে নেন ।

।প্রথম দিনে বাংলাদেশের পক্ষে অভিষিক্ত সাদমান ইসলাম ৭৬ রান করেন। ক্যারিবীয়দের পক্ষে দেবেন্দ্র বিশু ২ উইকেট নেন।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে টাইগাররা। এ ম্যাচে বাংলাদেশ দলের হয়ে টেস্টে অভিষেক হয় ওপেনার সাদমান ইসলামের। ক্যারিবীয় পেসার শ্যানন গ্যাব্রিয়েল নিষিদ্ধ থাকার কারণে এ ম্যাচ খেলতে পারছেন না।

 

দিনের প্রথম সেশনের ১৬ তম ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। রস্টন চেজের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য। ৪২ বলে ১৯ রান করেন তিনি। সৌম্য সরকার ও অভিষিক্ত সাদমান ইসলাম ওপেনিংয়ে ৪২ রানের জুটি গড়েছিলেন।

দ্বিতীয় সেশনে ৮৮ রানে দুই উইকেট হারিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ।

বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিকুর রহিম। দ্বিতীয় টেস্টে নামার আগে ৬৫ টেস্টে মুশফিকের রান ছিল ৩৯৯২। আজ ৮ রান করেই চার হাজারি ক্লাবে প্রবেশ করেন তিনি। এর আগে ওপেনার তামিম ইকবাল চার হাজার রানের ক্লাবে প্রবেশ করেছিলেন। তামিমের রান ৪০৪৯।

চা বিরতির পর তৃতীয় সেশনের শুরুতেই বিদায় নেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ২৪ বলে ১৪ রান করে ক্যারিবীয় পেসার শিমরান লুইসের বলে বোল্ড হন তিনি। ক্যারিয়ারের ২৪ তম টেস্ট হাফ সেঞ্চুরি করেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.