বরিশালে বিয়ের ৩ ঘন্টা পর নদীতে গোসল করতে গিয়ে বর নিখোঁজ

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বিবাহের ৩ ঘন্টা পর গায়ে হলুদ মেখে সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে বর নিখোঁজ হয়েছেন। নিখোঁজ মিরাজুল ইসলাম আরিফ (২৪) গাজীপুরের কাশিমপুর থানার সুলতান মার্কেট এলাকার বাসিন্দা মোঃ মিন্টু খানের ছেলে। আরিফ স্কয়ার টেক্সটাইলের গাড়ির চালক।
উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, নিখোঁজ মিরাজুল ইসলাম আরিফ বৃহস্পতিবার রাতে পরিবারের লোকজন নিয়ে উজিরপুর উপজেলার গাব বাড়ী গ্রামে দুর.সম্পর্কের মামাতো বোনকে বিয়ের জন্য আসেন।
শুক্রবার সকাল ৯ টায় গাববাড়ী এলাকার মৃত নাসির উদ্দীন সেলিমের কন্যা নিপা আক্তারের সাথে বিয়ে হয়। বিয়ের পরে গায়ে হলুদ দেওয়া হয়। বেলা সাড়ে ১২ টার দিকে দুইভাই ও একজন স্থানীয় সহ আরিফ সন্ধ্যা নদীর চতলবাড়ি এলাকায় গোসল করতে নামে।
এ সময় স্রোতের টানে দুই ভাইসহ ভেসে যেতে থাকে। তখন স্থানীয়রা দুই জনকে উদ্ধার করে। তবে নিখোঁজ হয় বর আরিফ। স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবুরী নিখোঁজের সন্ধানে তল্লাশী চলছে।
উদ্ধার অভিযানে থাকা বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরীদের টিম লিডার মো. নজরুল ইসলাম বলেন, নতুন বিয়ে করা বর স্রোতের টানে ভেসে গিয়েছে। তার সন্ধানে ডুবুরীরা নদীতে তল্লাশী করছেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাফর আহমেদ বিটিসি নিউজকে বলেন, ফায়ার সার্ভিসের সাথে পুলিশের একটি টিম উদ্ধার অভিযানে কাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের সন্ধান পাওয়া যায়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.