রাজশাহীতে কুখ্যাত মাদক সম্রজ্ঞীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

নিজস্ব প্রতিবেদক: সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহী কর্তক ১ জন কুখ্যাত মাদক সম্রজ্ঞীকে আটক করেছে। গোপন তথ্যের উপর ভিত্তি করে র‌্যাব-৫ বৃহস্প্রতিবার দিনগত রাতে রাজশাহীর গোদাগাড়ী থানার মাদারপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১হাজার ১৫লিটার চোলাইমদ ও আনুসাঙ্গিক সামগ্রীসহ মাদারপুর গ্রামের মৃত জাহির উদ্দিনের মেয়ে মোছাঃ আরজান বেগম (৬৪) কে আটক করে।
আটককৃতর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে বলে র‌্যাব-৫ জানান।
এদিকে সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহী একুইদিন রাতে রাজশাহী নগরীর মতিহার ও রাজপাড়া থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৭ জন মাদক ব্যবসায়ী ও ১০ জন মাদকসেবীকে আটক করেছে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, যথাক্রমে মোঃ বাবলু (৬২), পিতা-মৃত বয়নুদ্দিন শেখ, সাং-ডিঙ্গাডোবা, থানা-রাজপাড়া, মোঃ মনির (৩৯), পিতা-মৃত জান মোহাম্মদ, মোঃ বিপ্লব হোসেন (৪০), পিতা-সিরাজুল ইসলাম, উভয় সাং-বসুয়া অচিনতলা, থানা-মতিহার, মোঃ আশরাফ আলী (৫২), পিতা-মৃত জয়নুদ্দিন, সাং-দাসপুকুর, থানা-রাজপাড়া, মোঃ মেজদার আলী (৫৫), পিাত-মৃত নূর মোহাম্মদ, সাং-বসুয়া, থানা-মতিহার, মোঃ বাদল (৪৪), পিতা- মৃত আবুল হোসেন, সাং-চন্ডীপুর, থানা-মতিহার, মোঃ উজ্জল (৫০), পিতা-মৃত আলী আকবর, সাং-বসুয়া, থানা-মতিহার ও মাদক সেবনকারীরা হলেন শ্রী অপু কুমার (২৪), পিতা-শ্রী অখিল কুমার, সাং-বহরমপুর, মোঃ সজিব (২৬), পিতা-হাবিবুর রহমান, সাং-তেরখাদিয়া, মোঃ সোহেল (২৮), পিতা-সাহেব আলী, মোঃ জনি (২৫), পিতা-খোকন আলী, মোঃ উজ্জল (৩০), পিতা-মোঃ হাবিবুর, মোঃ আজিজুল (২৭), পিতা-সাইদুর রহমান, মোঃ ফরহাদ (৩৪), পিতা-মৃত রুস্তম আলী, সর্ব সাং-বহরমপুর, মোঃ হাসান (৩৫), পিতা- তোতা বিশ্বাস, সাং-নতুন বিলশিমলা, মোঃ এত্তাকুল হক (২৭), পিতাএকরামুল ও মোঃ বন্ধন (২৬), পিতা-মোঃ মনির, সাং-নতুন শিমলা, থানা-রাজপাড়া, রাজশাহী এদেরকে আটকসহ গাঁজা ১০০ গ্রাম, মোবাইল ১৫, সীমকার্ড ২৪ , কলকি ৪, লোহার কাটার ৩ ও কাঠের টুকরা ৪ টি জব্দ করেছে।
আটককৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা করা হয়েছে বলে র‌্যাব-৫ রাজশাহী জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.