অবাধ, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নেই: সিপিবি

ঢাকা প্রতিনিধি: আজ শনিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, অংশগ্রহণমূলক নির্বাচন আর অবাধ নিরপেক্ষ নির্বাচন এক নয়। আমরা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি। আবার বর্জনও করতে পারি। একদশ জাতীয় সংসদ নির্বাচনের অবাধ ও নিরপেক্ষ পরিবেশ নেই।

আজ  রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সেলিম বলেন, আমরা ভোটারদের কাছে ৯৯ ভাগ মানুষের স্বার্থে ও তাদের ভাগ্য উন্নয়নে কাস্তে মার্কায় ভোট চাই।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ এর নির্বাচনী ইশতেহার ঘোষণা উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ইশতেহারের স্লোগান: ভিশন মুক্তিযুদ্ধ-৭১ বাস্তবায়নে কাস্তে মার্কায় ভোট দিন।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, লুটপাটের সঙ্গে ক্ষমতা দখলের বিষয়টি জড়িত। আর ক্ষমতা দখলের সঙ্গে প্রহসনের নির্বাচনের সম্পর্ক রয়েছে। আমরা নির্বাচিত হলে মুক্তিযুদ্ধে মূল চেতনার ধারায় বাংলাদেশকে নিয়ে যাবো। সংবিধান, রাষ্ট্রীয় ব্যবস্থা ও রাজনীতির সংস্কার করবো।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবো।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.