র‌্যাব-৫ এর অভিযানে ২৬ জন জুয়ারু গ্রেফতার নগদ টাকা, মোবাইল ফোন ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

বিশেষ প্রতিনিধি: নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌকশ অপারেশন দল গতকাল শনিবার (২২ ফেব্রয়ারি ২০২০ ইং) তারিখ রাত্রি সাড়ে ১০ ঘটিকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানটি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন ঢাকা বাস ষ্ট্যান্ড এলাকায় পরিচালনা করে সেখান থেকে ২৬ জন জুয়ারীকে বেশ কিছু নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য দ্রব্যাদিসহ গ্রেফতার করতে সক্ষম হন।

জুয়ার আসর থেকে গ্রেফতারকৃত জুয়ারীরা হলেন, ১। মোঃ রফিকুল ইসলাম বাবু (৪৬), পিতা- মৃত: তৈমুর হোসেন, সাং-মিয়াপাড়া ২। মোঃ উজ্জল (৩২), পিতা- মোহাম্মাদ আলী, সাং- শিরোইল ষ্টেশনপাড়া ৩। মোঃ সেলিম রেজা বিশু (৩২), পিতা- মোঃ শাহাজান শেখ, সাং- শিরোইল ষ্টেশনপাড়া ৪। মোঃ শফিকুল ইসলাম (৪২), পিতা- মোঃ বাবুজান, সাং- শিরোইল মোল্লামেল, ৫। মোঃ কাজী ছোটন (৪২), পিতা- মৃত: কাজী সাজ্জাত হোসেন, সাং- রাজারহাটা সিটি কলেজ ৬। মোঃ সেন্টু মন্ডল (২৩), পিতা- মোঃ হাসমত মন্ডল, সাং- শিরোইল মোল্লামেল ৭। আবু হেনা মোস্তফা কামাল (৪৭), পিতা- মৃত: গাইজার আহমেদ, সাং- উপশহর ৮। মোঃ মমিনুর রহমান (৪০), পিতা- মৃত: আঃ কাইয়ুম খান, সাং- গনকপাড়া ৯। মোঃ আলমগীর হোসেন  (৩০), পিতা- মৃত: নুর মোহাম্মদ, সাং- শিরোইল ষ্টেশনপাড়া সর্বথানা- বোয়ালিয়া, ১০। মোঃ ফরমান (৪০), পিতা- মৃত: আব্দুর রাজ্জাক মেঘু, সাং- বিহারী কলোনী মাঠ স্কুল

১১। মোঃ আব্দুল ওয়াদুদ (৩৮), পিতা- মৃত: ওমর আলী, সাং- শিরোইল কলোনী ১২। মোঃ সুমন শেখ (২৬), পিতা- মোঃ সাইফুল ইসলাম , সাং- হাজরাপুকুর ১৩। মোঃ শাহিন হোসেন (৩৬), পিতা- মৃত: মোসলেম উদ্দিন, সাং- শিরোইল কলোনী ১৪। মোঃ তছলিম উদ্দিন (৪৩), পিতা- মোঃ ইসমাইল হোসেন, সাং- শিরোইল কলোনী ১৫। মোঃ আবুল কালাম আজাদ (৩৫), পিতা- মৃত: আমিনুল ইসলাম, সাং- হাজরাপুকুর ডাবতলা ১৬। মোঃ আজিজুর রহমান (৩৩), পিতা- মোঃ আজিবর রহমান, সাং- নিউকলোনী ১৭। মোঃ নুর ইসলাম (২৮), পিতা- মোঃ আমানুল্লাহ, সাং- নারিকেল বাড়িয়া কৃষি কলেজ ১৮। মোঃ খোকন (৪৩), পিতা- মৃত: মোসলেম সরদার, সাং- আসাম কালোনী বৌ বাজার ১৯। মোঃ কাউসার আলী (৪৫), পিতা- মৃত: হাদিস, সাং- শিরোইল কলোনী পশ্চিমপাড়া ২০। মোঃ মুক্তার হোসেন মুক্তা (৩২), পিতা- মোঃ আমির হোসেন, সাং- হজরাপুকুর ডাবতলা

২১। মোঃ শাহাদৎ হোসেন সাধু (২২), পিতা- আব্দুল খালেক, সাং- নারিকেল বাড়িয়া কৃষি কলেজ ২২। মোঃ জাহাঙ্গীর (৩৫), পিতা মৃত: শাফাতুল্লাহ, সাং- শিরোইল কলোনী ২৩। মোঃ জাহাঙ্গীর হোসেন (৪০), পিতা- মৃত: ইসকান্দার, সাং- হাজরাপুকুর ডাবতলা সর্বথানা- চন্দ্রিমা, ২৪। মোঃ আরাফাত আলী (২৮), পিতা- মোঃ আজিজুল হক, সাং- কাটাখালী নতুনপাড়া, থানা- কাটাখালী, সর্বরাজশাহী মহানগরী, ২৫। শ্রী সুকুমার (২৮), পিতা-মৃত: দুতিরাম, সাং- পারোইল, থানা- রানীনগর ২৬। শ্রী. দিপক কুমার সরকার (৩৫), পিতা- দিলীপ সরকার, সাং- নওগাঁ নাপিতপাড়া, থানা- নওগাঁ সদর, উভয়ের জেলা- নওগাঁগণদের জুয়া চলাকালীন সময়ে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত আসামিদের কাছে থেকে যথাক্রমে, (ক) ২৯ টি মোবাইল ফোন (খ) ৪৫ টি সীমকার্ড (গ) ১৮ টি মেমোরীকার্ড (ঘ) ১১ সেট প্লেয়িং কার্ড (তাস) (ঙ) নগদ ২,১২,৮০০/- টাকা উদ্ধার করা হয়।

উক্ত আসামীগণদের বিরুদ্ধে রাজশাহী মহানগর বোয়ালিয়া থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এ.টি.এম মাইনুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, আমাদের নিজস্ব গোয়েন্দা নজরদারির প্রেক্ষিতে এবং সঠিক সংবাদের ভিত্তিতে, রাজশাহী মহানগরী’র বোয়ালিয়া থানা এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে ২৬ জন জুয়ারু’কে গ্রেফতার করা হয়েছে।

সেই সময় গ্রেফতারকৃত আসামীদের কাছে থেকে ২৯ টি মোবাইল ফোন, ৪৫ টি সীমকার্ড, ১৮ টি মেমোরীকার্ড, ১১ সেট প্লেয়িং কার্ড (তাস), নগদ ২,১২,৮০০/- টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জুয়ারুদের বিরুদ্ধে ঘটনাস্থলের নিকটস্থ থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।

র‌্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক আরো বলেন, জুয়া এবং মাদকের ব্যপারে র‌্যাবের পক্ষ থেকে বরাবরের মতই জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে’ আমরা ইতি মধ্যেই র‌্যাপির্ড এ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশসহ বহির বিশ্বের কাছে বিভিন্ন অভিযানের সফলতায় প্রশংসিত হয়েছি এবং আমাদের সুনাম অক্ষুণ্ণ রাখতে পেরেছি। যাহার নজির ইতি পূর্বেও অনেক আছে, বিশেষ করে সংবাদ মাধ্যমে প্রতিনিয়ত সেগুলোনের খবরা খবর প্রকাশ পাচ্ছে।

পাশাপাশি দেশ ও জাতির কল্যানার্থে যে কোন প্রকার অসামাজিক কিংবা রাষ্ট্রদ্রোহী কাজের সাথে জড়িত ব্যাক্তিদের সকল প্রকার কর্মকাণ্ডকে রুখে দিয়ে তাদের আটক করতে র‌্যাপির্ড এ্যাকশন ব্যাটালিয়ন সার্বক্ষণিক প্রস্তুত বলেও জানান।

তিনি এও বলেন, জুয়া এবং মাদকের বিরুদ্ধে আমাদের সার্বক্ষণিক যুদ্ধ’ এর সাথে জড়িত ব্যাক্তিরা যতোই শক্তিশালী বা ক্ষমতাধর হোকনা কেন তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবেনা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.