ব্রিটিশ তেলবাহী ট্যাংকারে হুথিদের সরাসরি হামলা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ তেলবাহী ট্যাংকার অ্যান্ড্রোমিডা স্টারে সরাসরি হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি সম্প্রদায়। এছাড়া ইয়েমেনের সাআদা অঞ্চলের আকাশ সীমায় যুক্তরাষ্ট্রের একটি ড্রোনও ভূপাতিত করেছে তারা।
শনিবার (২৭ এপ্রিল) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ামেনের হুথিরা ব্রিটিশ তেল ট্যাংকার অ্যান্ড্রোমিডা স্টারে সরাসরি আঘাত করেছে। এতে তেলের ট্যাংকারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তারা ইয়েমেনের সাআদা অঞ্চলের আকাশ সীমায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে।
হুথিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহইয়া সারি শনিবার ভোরে এক টেলিভিশন ভাষণে বলেছেন, তাদের নৌ-সেনারা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাজ্যের তেলবাহী ট্যাংকারে সরাসরি হামলা চালাতে সমর্থ হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.