রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের চারটি বিদ্যুত কেন্দ্র ধ্বংস

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গত শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত রুশ বাহিনী বিমান, স্থল ও সমুদ্র থেকে ইউক্রেনের দিকে ৩৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে ইউক্রেনের কমপক্ষে ৪টি তাপ-বিদ্যুত কেন্দ্রের গুরুতর ক্ষতি হয় এবং বেশ কয়েকজন প্রযুক্তিবিদ আহত হয়েছেন।
শনিবার ইউক্রেনের বিমানবাহিনীর কমান্ডার মিকোলা ওলেশুক সামাজিক তথ্য মাধ্যমে এ কথা বলেন।
তিনি বলেন, রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে ছিল ‘ড্যাগার’ হাইপারসনিক মিসাইল, ইস্কান্দার-কে ক্রুজ মিসাইল এবং ক্যালিবার ক্রুজ মিসাইল ইত্যাদি।
ইউক্রেনের জঙ্গি বিমান, বিমান-প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, মোবাইল এন্টি এয়ারক্রাফ্ট ফায়ার এবং প্রতিরক্ষা বাহিনীর বৈদ্যুতিন যুদ্ধের অস্ত্রসহ মোট ২১টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
ইউক্রেনের বৃহত্তম ব্যক্তি মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান ডিটিইকে জানায়, কোম্পানির অধীনে চারটি তাপ-বিদ্যুত্ কেন্দ্র ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.