রাশিয়ার ইতিবাচক মন্তব্যে চাকরি গেল জার্মান নৌ প্রধানের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে ইতিবাচক মন্তব্য করে পদত্যাগ করতে হয়েছে জার্মানির নৌবাহিনীর প্রধান কাই আচিম শোয়েনবাচকে।
জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল শনিবার (২২ জানুয়ারি) তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। 
ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত শুক্রবার থিংকট্যাংকের সঙ্গে এক বৈঠকে শোয়েনবাচ ওই মন্তব্য করেছিলেন।
ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যে কোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে জার্মানির নৌবাহিনীর প্রধান ওই মন্তব্য করে তোপের মুখে পড়েন।
জার্মানির নৌবাহিনীর সদ্য পদত্যাগকৃত প্রধান রুশ প্রেসিডেন্টকে নিয়ে বলেছিলেন— রাশিয়া ইউক্রেনে হামলা করতে চায় বলে যা বলা হচ্ছে, তা আসলে ‘বাজে কথা’। তিনি আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সবার সম্মান করা উচিত।
জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ভাইস অ্যাডমিরাল কাই আচিম শোয়েনবাচের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেছিলেন, ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে রুশ দখলদারিত্বে চলে যাওয়া ক্রিমিয়া উপদ্বীপ (চূড়ান্তভাবে) রাশিয়ার হাতে চলে গেছে এবং আর কখনই সেটি ইউক্রেনের কাছে ফিরবে না। (সূত্র: আনাদোলু)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.