রাজশাহী প্রেসক্লাব থেকে নুরে ইসলাম মিলনকে বহিস্কার

প্রেস রিলিজ: সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছি যে ফৌজদারি মামলায় কেউ দোষী সাব্যস্ত হয়ে জেল হলে এটা তার নৈতিক স্খলন জনিত অপরাধ নুরে ইসলাম মিলন ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত কারাদন্ড হয়েছে নৈতিক স্খলনজনিত অপরাধে রাজশাহী প্রেসক্লাব থেকে সদস্যপদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে ১৯৫৪ প্রতিষ্ঠিত রাজশাহী প্রেসক্লাব দেশের ঐতিহ্যবাহী সংগঠণ গঠনতান্ত্রিক বিধি বিধানের আলোকে পরিচালিত হয়।
তাই সাজাপ্রাপ্ত আসামির হুমকি-ধমকি কে প্রেসক্লাব কখনোই আমলে নেয় না। নুরে ইসলাম মিলন যদি মিথ্যাচার অব্যাহত রাখে। অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নুরে ইসলাম মিলনকে রাজশাহী প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে।
বার্তা প্রেরক: সাইদুর রহমান, সভাপতি, রাজশাহী প্রেসক্লাব, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.