রাজশাহী জেলা দায়রা ও মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন ছুটি শুরু

নিজস্ব প্রতিবেদক:  রাজশাহী জেলা দায়রা জজ ও মহানগর দায়রা জজ আদালত সমূহে এক মাসের অবকাশকালীন ছুটি শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (০৩ ডিসেম্বর) থেকে।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে অবকাশকালীন সময়ে জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ যুগ্ম জজ আদালত এবং সহকারী জজ আদালতসমূহ বন্ধ থাকবে।

অনুরূপভাবে মহানগর দায়রা জজ, অতিরিক্ত মহানগর দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ আদালতও বন্ধ থাকবে। তবে রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত সমূহ এবং রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল ছুটির আওতায় থাকছে না। অবকাশকালীন এই সময়ে ৩, ৪, ৫, ১০,১১, ১২, ১৭, ১৮, ১৯, ডিসেম্বর জেলা দায়রা জজ এবং ২, ৩, ৪, ১৫, ১৭, ১৮ এবং ২৩, ২৪ ডিসেম্বর মহানগর দায়রা জজের অবকাশকালীন বিশেষ কোর্ট হবে।

অবকাশকালীন কোর্টের দায়িত্ব পালন করবেন রাজশাহীর জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম এবং মহানগর দায়রা জজ ওএইচএম ইলিয়াস হোসাইন।

এদিকে অবকাশকালীন ছুটি উপলক্ষে গতকাল রোববার রাজশাহী আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত হয়। নৈশভোজ উপলক্ষে বার ভবনে আলোকসজ্জা করা হয়।

সমিতির সভাপতি আলহাজ লোকমান আলী ও সাধারণ সম্পাদক একরামুল হক বিটিসি নিউজকে জানান, আনন্দঘন পরিবেশে নৈশভোজ সম্পন্ন হয়েছে।

এছাড়াও রাজশাহীর আইনজীবী সহকারীরাও অবকাশ ছুটি উপলক্ষে ভোজসভার আয়োজন করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.