শেষ পর্যন্ত লিওনেল মেসির কাছে হেরে গেল অ্যাতলেতিকো মাদ্রিদ

বিটিসি স্পোর্টস ডেস্ক: অ্যাতলেতিকো মাদ্রিদ, ম্যাচের পুরোটা সময় বার্সেলোনার সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত লিওনেল মেসির কাছে হেরে গেল । আর্জেন্টাইন ফুটবল জাদুকরের অসাধারণ এক গোলে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরল বার্সেলোনা।

গতকাল রবিবার (০১ নভেম্বর) দিবাগত রাতে ঘরের মাঠ ওয়ান্দা মেত্রো পলিতানো স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল অ্যাতলেতিকো মাদ্রিদ। কিন্তু সপ্তম মিনিটে হেরমোসোর শট বারে লেগে ফিরে আসে।

১৩ মিনিট পর ফের হোয়াও ফেলিক্সের বাড়ানো বলে পোস্টের একদম কাছ থেকে শট নেন হেরমোসো। কিন্তু এবার পায়ের টোকায়  বার্সাকে বাঁচিয়ে দেন গোলরক্ষক মার্ক আন্দ্রে টের-স্টেগান।

৩৭তম মিনিটে আঁতোয়া গ্রিজম্যানের দুর্দান্ত এক পাস থেকে বল পেয়ে জোরালো শট নেন লুইস সুয়ারেস। কিন্তু বার্সার উরুগুইয়ান স্ট্রাইকারের শট অল্পের জন্য পোস্ট মিস করে বেরিয়ে যায়।

৪১তম মিনিটে আবার বার্সাকে রক্ষা করলেন গোলরক্ষক। কর্নার থেকে বল পেয়ে পোস্টের মাত্র ছয় গজ দূর থেকে দারুণ এক হেড নিয়েছিলেন অ্যাতলেতিকোর মোরাতা। কিন্তু সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে ডান হাত দিয়ে দলকে বিপদমুক্ত করেন জার্মান গোলরক্ষক। বার্সা গোলরক্ষক পুরো ম্যাচেই ছিলেন অবিশ্বাস্য।

প্রায় পুরোটা সময় আড়ালে থাকা মেসি দ্বিতীয়ার্ধের শুরুতেও ছিলেন অনুজ্জ্বল। কিন্তু ৬৮তম মিনিটে প্রথমবারের মতো আক্রমণভাগে নেতৃত্বে দেখা যায় বার্সা ফরোয়ার্ডকে। দুর্দান্ত কাউন্টার অ্যাটাকে নেতৃত্ব দিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে সুয়ারেসের পায়ে বল ঠেলে দেন তিনি।

সুয়ারেস দারুণ পাসে বল পাঠান উল্টো প্রান্তে থাকা গ্রিজম্যানের পায়ে। কিন্তু পেনাল্টি অঞ্চলে থাকা সাবেক অ্যাতলেতিকো তারকার ভলি বারের ওপর দিয়ে সাইডলাইনে ঠাই নেয়।

ম্যাচের ফলাফল যখন প্রায় নির্ধারিত হওয়ার পথে, ঠিক তখনই স্বরূপে দেখা দেন লিওনেল মেসি। ৮৬তম মিনিটে সার্জি রবের্তোর পাস থেকে বল পেয়ে প্রায় একক প্রচেষ্টায় প্রতিপক্ষের ডিফেন্সে ঢুকে পড়েন তিনি।

এরপর ডি-বক্সের সামনে গিয়ে সুয়ারেসের সঙ্গে ওয়ান-টু পাসে বল ফিরে পেয়ে ৪ ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বাঁ পায়ের জাদুকরি শটে ওবলাককে পরাস্ত করেন মেসি। অ্যাতলেতিকোর গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি বাঁকানো এই শট।

ওই এক গোলেই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে যায়।

প্রসঙ্গত, ১৪ ম্যাচ শেষে ১০ জয় ১ ড্র আর ৩ হারে ৩১ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে এখন বার্সেলোনা।

সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে ২৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অ্যাতলেতিকো মাদ্রিদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.