রাজশাহীতে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’র উদ্যোগে হযরত শাহ মখদুম রূপোস (রহঃ) এর পুণ্যভূমি রাজশাহী নগরীতে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার রাতে নগরীর বুলনপুর  ঈদগাহ মাঠে মিনহাজুল কুরআন সিদ্দীকিয়া আশরাফিয়া হাফেজিয়া মাদরাসার আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের  (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

মুসলমানদের বৃহত্তম আন্তর্জাতিক এই কিরাত সম্মেলনে মিশর,তুরস্ক, ইরান, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইনসহ বাংলাদেশের শতাধিক খ্যাতিমান ক্বারিরা আমন্ত্রিত হন।

মুসলমানদের সর্বশ্রেষ্ঠ এই অনুষ্ঠানে এদিন বাংলাদেশের প্রতিনিধি হয়ে কুরআন তিলাওয়াত করেন ইক্বরার বাংলাদেশ শাখার সভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী।

আন্তর্জাতিক এই সম্মেলনে সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত করে রাজশাহী শহরকে প্রকম্পিত করে দেন  তুরস্কের ক্বারি ইয়াশার চৌহাদার, মিশরের ক্বারি শাইখ ইয়াসির মাহমুদ শারকাওঈ, ইরানের ক্বারি হামিদ শাকেরনেজাদ, দক্ষিণ আফ্রিকার ক্বারি শাইখ আব্দুর রহমান সা’দিয়ান, ফিলিপাইনের ক্বারি নো’মান পিমবায়াবায়াসহ বাংলাদেশের বিভিন্ন মাদরাসার খ্যাতিমান ক্বারিরা। বিশ্বনন্দিত ক্বারীদের মিষ্টি কণ্ঠে হৃদয়স্পর্শী সুমধুর তিলাওয়াত শুনে উপস্থিত মুসল্লিরা আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনিতে রাজশাহীর  আকাশ বাতাস প্রকম্পিত করে তোলেন। ক্বিরাত সম্মেলনে দেশের ক্ষুদে হাফেজদের মনোমুগ্ধকর  তেলাওয়াত  বিভিন্ন জেলা থেকে আগত লাখো মুসলমান, হাজারো মাদরাসার শিক্ষার্থীদদেরকে বিমোহিত করে। সম্মেলনে রাজশাহী আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানসহ বিজ্ঞ বিচারমণ্ডলী,প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা মনোযোগের সাথে কুরআন তিলাওয়াত উপভোগ করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা বারকুল্লাহ বিন দুরুল হুদার সভাপতিত্বে এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন, এডিশনাল ডিআইজি মাসুদুর রহমান ভুঞা,ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহীবিভাগীয় পরিচালক জনাব হাবেজ আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সালাম আল মাদানি, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, নানকিং গ্রুপের চেয়ারম্যান মোঃ এহসানুল হুদা দুলু,রাসিক প্যানেল মেয়র মোঃ রজব আলী, রাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমীন টুনু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান কামরু, সম্মেলনের আহ্বায়ক সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ২০১৯ সালে ১৯ তম এই সম্মেলন রাজশাহীতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো। বেশ কয়েক বছর আগে রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে তুলনামূলক ক্ষুদ্র পরিসরে আয়োজিত হয়েছিল। রেকর্ড সংখ্যক বিদেশী ক্বারীর উপস্থিতিতে শিক্ষানগরীতে এটি প্রথম সম্মেলন । তবে বিগত বছরগুলোতে ঢাকা, চট্টগ্রাম  সিলেটসহ দেশের অন্যান্য জেলায় বৃহত্তম পরিসরে  আন্তর্জাতিক এই ক্বিরাত সম্মেলন হয়ে থাকে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ আমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.