সিগারেটের আগুন থেকে দাবানল, ১৩০ জনের মৃত্যু

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সিগারেটের আগুন থেকে সৃষ্ট দাবানলে পুড়ে গেছে হাজার হাজার হেক্টর বন। প্রাণ হারিয়েছেন ১৩০ জনেরও বেশি মানুষ। গত ফেব্রুয়ারিতে চিলিতে এই ঘটনা ঘটেছে। দেশটি বনবিভাগের এক কর্মকর্তার অভিযোগ, স্বেচ্ছাসেবী এক দমকলকর্মীর সিগারেট থেকেই এই আগুনের সৃষ্টি।
প্রতিবেদনে বলা হয়, ওই দমকলকর্মীরা নাম ফ্রান্সিসকো ইগনাসিও। চিলির জাতীয় বন কর্পোরেশনর কোনাফের কর্মকর্তা ফ্রান্সিসকো পিন্টোও ঘটনার দিন তারসঙ্গে ছিলেন।
গতকাল শনিবার দেশটির প্রসিকিউটরের কার্যালয় জানায়,অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তারা বলছেন, মোনকাডাই এই কাজটি করেছেন, আর পরিকল্পনায় ছিলেন কোনাফ কর্মকর্তা।
প্রসিকিউটররা বলেন, তাদের কাছে প্রমাণ আছে যেখানে দেখা যায় মোনকাডা ও পিন্টো ইচ্ছা করে এই কাজ করেছে।
অভিযুক্ত দুজনের আইনজীবীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছে রয়টার্স। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.