রাজশাহীতে বোয়ালিয়া থানার বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫টায় বোয়ালিয়া থানার বিসিক শিল্প নগরী ফাঁড়ী ইনচার্জ মোঃ আব্দুল আওয়ালের আয়োজনে আসাম কলোনী এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মোসাঃ সাবিনা।
এতে সভাপতিত্ব করেন, বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রাজশাহী মহানগরী হবে সন্ত্রাস, জঙ্গি, মাদক ও বাল্যবিবাহ্ মুক্ত নগরী। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে রাজশাহী মহানগরী তথা বাংলাদেশের ভুখন্ড থেকে মাদক উচ্ছেদের জন্য পুলিশের সাথে সাধারন জনগণকে একত্রে কাজ করার আহŸান জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন, বোয়ালিয়া মডেল থানার বীর মুক্তিযোদ্ধা, ওয়ার্ড কাউন্সিলর, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ-সহ প্রায় দেড়শতাধিক স্থানীয় জনসাধারণ। বিট সমূহে বিট অফিসারগণ স্থানীয় জনসাধারণদেরকে বিভিন্ন আইনি সেবা এবং পরামর্শ প্রদান করে থাকে। এছাড়াও বিট অফিসারগণ নির্দিষ্ট দিনে বিভিন্ন সামাজিক সচেতনতা এবং অপরাধ দমন ও মাদক বিরোধী সভা আয়োজন করে থাকেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.