খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার : মির্জা আব্বাস

ঢাকা প্রতিনিধি: উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিয়ে সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্বাস।
তিনি বলেন, ‘যার বিষয়ে কথা বলছি, তিনি (খালেদা জিয়া) কিন্তু আমাদের সঙ্গে এখানে নেই। তাকে আমাদের সামনে আসতে দেওয়া হয় না, কথা বলতে দেওয়া হয় না। তার চিকিৎসা… যেখানে বাংলাদেশের চিকিৎসকরা আশা ছেড়ে দিয়েছেন… তারা বলছেন, তাকে অবিলম্বে বিদেশে নেওয়া দরকার।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন-সংগ্রামের ওপর লেখা এক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রোববার (২৬ মে) রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা ইংরেজি গ্রন্থ ‘বেগম খালেদা জিয়া: হার লাইভ, হার স্টোরি’র বাংলা সংস্করণ ‘খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উপলক্ষে এ অনুষ্ঠান হয়। ৬৭০ পৃষ্ঠার এই গ্রন্থ প্রকাশ করেছে ইতি প্রকাশনা।
অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, ‘বারবার বলার পরেও জেনেশুনে একটা মানুষকে কীভাবে হত্যা করা হচ্ছে এটা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে… আজ বিভিন্নজনের বক্তব্যে এটা উঠে এসেছে এবং আসবে। ইতিহাস সাক্ষী হয়ে থাকবে যে যারা খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না তারা ইতিহাসে অপরাধীর মতো থাকবে। যখন সুযোগ আসবে ইনশাআল্লাহ তাদের বিচার হবে।’
তিনি বলেন, ‘এই সরকার বারবার যদি ক্ষমতায় থাকে তাহলে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপির অস্তিত্ব টিকে থাকতে দেবে না। আর সবচেয়ে বড় কথা হলো এই সরকার থাকলে এ দেশের স্বাধীনতা থাকবে না। দেশের মানুষকে যদি সচেতন করতে না পারি, যদি নিজেরা সচেতন না হই তাহলে এই সরকারের হাত থেকে বাঁচতে পারবো না।’
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘৭ জানুয়ারি পরে দেশের মানুষের মধ্যে অনেকে বলেছেন আর পারলেন না… এরা পাঁচ বছরই থাকবে। কেউ কেউ এমন বলেন যে যতদিন জীবিত আছেন (সরকার) নাড়াতে পারবেন না। এখন দেখছি নিজে নিজেই নড়ছে। কেন তিনটা এমন এমন শট হয়েছে… একটা প্রাক্তন আইজি, একটা প্রাক্তন চিফ অব স্টাফ, আরেকটা তিন বারের এমপি। পত্রিকায় দেখলাম তিনটা বিষয় নিয়ে বিব্রত সরকার। এই দায় কার? চিফ অব স্টাফ কে বানিয়েছে, আইজি কে বানিয়েছে, এমপি কে বানিয়েছে?’
রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা জামান বলেন, ‘খালেদা জিয়া আজ নিজের প্রিয় জন্মভূমিতে বন্দি। আমি মনে করি বাংলাদেশও বন্দি। ভেতর থেকে বাংলাদেশও বন্দি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ। কবি আবদুল হাই শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, গ্রন্থের অনুবাদক শাহরিয়ার সুলতান, প্রকাশক জহির দীপ্তি এবং গ্রন্থের লেখক প্রয়াত সাংবাদিক মাহফুজউল্লাহর সহধর্মিনী দিনারজাদি বেগম।
প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জামায়াতে ইসলামীর মজিবুর রহমান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: মাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.