ঘন্টায় ১২০ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড় রেমাল এর আঘাত শুরু

খুলনা ব্যুরো: ঘন্টায় ১২০ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড় রেমাল আঘাত শুরু করেছে। এখন এটি ২৪ পরগনা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা উপকূল অতিক্রম শুরু করেছে।
এই সকল এলাকায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বয়ে যেতেপারে। ঘূর্ণিঝড় এর সেন্টার খুবই ধির গতিতে এগোনোর কারনে দীর্ঘসময় ধরে এইসকল স্থানে ঝড় হতেপারে।
ঝড়টি ধীরে ধীরে খুলনা সদর, বরগুনা সদর, বাগেরহাট সদর, সাতক্ষীরা, পিরোজপুর সদর এর দিকে এগোচ্ছে। এতথ্য জানিয়েছে Bangladesh weather observation team.
পরবর্তীতে এটি নড়াইল, যশোর, গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ ও এর পার্শ্ববর্তী এলাকায় আঘাত করতে পারে। ফেণী পর্যন্ত সমগ্র উপকূলীয় এলাকায় বেশ প্রভাব  পড়তে পারে ।
আজ রাতভর ঝড়টি দেশের দক্ষিণ পশ্চিম উপকূলে তান্ডব চালিয়ে আগামীকাল সকালের দিকে এটির মুল সেন্টার যশোর, নড়াইল এর আশেপাশে আঘাত করতে পারে।
রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগের পশ্চিম অঞ্চল বাদে সারাদেশেই অতি ভারি বর্ষন হতে পারে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.