রংপুরে ৩০ টাকা কেজি দরে আলু বিক্রি কার্যক্রম শুরু (ভিডিও)

রংপুর প্রতিনিধি: আজ রবিবার (২৫ অক্টোবর) সকালে নগরীর কাচারীবাজার এলাকায় ১১ টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক (ডিসি) আসিব আসিব আহসান।

উদ্বোধন করে জেলা প্রশাসক (ডিসি) বিটিসি নিউজকে জানান, সমিতির এই উদ্যোগে আলুর বাজার নিয়ন্ত্রণে এবং সরকারের বেঁধে দেয়া দামে আলু বিক্রিতে কার্যক্রম ভুমিকা পালন করবে।

আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ টিসিবির মাধ্যমে আলু বিতরন শীঘ্রই শুরু হবে বলে জানান জেলা প্রশাসক। আলু আড়ৎদার ও ব্যবসায়ী সমিতি জানিয়েছে একসাথে নগরীর কাচারী বাজার ছাড়াও সাতমাথা, পায়রা চত্ত্বর ও শাপলা চত্ত্বরে এ আলু বিক্রি কার্যক্রম চলবে।

এ সময় আলু আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.