রংপুরে বিদ্যুতের কাজ করতে গিয়ে শ্রমিক নিহত

 

রংপুর ব্যুরো: রংপুর মহানগরীর ধাপ পিটিআই এলাকায় বিদ্যুতের খুটিতে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শুক্রবার জুমআর নামাজের আগে একজন বিদ্যুত শ্রমিক মারা গেছেন।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ বাবুল মিয়া জানান, শুক্রবার সকাল ১১ টার দিকে পিডিবি-২ ট্রেক্সটাইলস মোড় এলাকার অফিসের বেসরকারী বিদ্যুত শ্রমিক খালেক মিয়া(২৫) নগরীর ধাপ লালকুঠি কটকিপাড়া পিটিআই এর সামসে বিদ্যুতের খুটিতে উঠে কাজ করছিলেন। এসময় অসাবধানতা বশত বিদ্যুতায়িত হয়ে খুটি থেকে পরে গেলে সেখানেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। খালেক নগরীর ৩২ নং ওয়ার্ডের তালুক তামপাট সরদারপাড়া এলাকার বাবলু মিয়ার পুত্র।

এদিকে স্থানীয় কাউন্সিলর নাজমুন নাহার নাজমা জানান, বিদ্যুত শ্রমিক খালেকের মৃত্যুতে তার পরিবারটি উপার্জনহীন হয়ে গেলো। তার পিতা অসুস্থ্য। খালেকের আয় দিয়েই পুরো পরিবারটি চলতো।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.