মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবীতে আত্রাই স্মারক লিপি প্রদান

 

নিজস্ব প্রতিবেদক, আত্রাই : সরকারী চাকুরীতে প্রবেশে শতকরা ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখতে নওগাঁর আত্রাই উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক স্মারক লিপি প্রদান করেছে। এ সময়ে তারা সরকারী চাকুরীরত স্বাধনিতা বিরোধীদের চিহ্নিত করে বরখাস্ত করাসহ ৬দফা দাবী উপস্থাপন করে উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমান বরাবর স্মারক লিপি প্রদান করেছে।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে উপস্থিত হয়ে সরকারী চাকুরীতে প্রবেশে শতকরা ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবীতে মুক্তিযোদ্ধার স্মারক লিপি প্রদান করেছে। স্মারক লিপি প্রদান শেষে উপজেলা আম চত্বরে গন জমায়েত হয় তাদের দাবী জনসন্মুখে তুলে ধরেন সরকারী চাকুরীতে জামাত- শিবির ও স্বাধীনতা বিরোধীদের চিহ্নিত করে বরখাস্তকরা, কোটা সংস্কারের নামে হত্যার গুজব ছড়িয়ে দেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের চিহ্নিতকরে শাস্তির ব্যবস্থা করা, যুদ্ধাপরাধীদের সকল স্থাবর- অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা,২০১৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত অসংখ্য মানুষকে পোড়ানো সহ বিভিন্ন ভাবে হত্যাকারীদের স্পেশাল ট্রাইবুনাল গঠন করে শাস্তির ব্যবস্থা করা, জামাত- শিবির ও যুদ্ধাপরাধীদের সন্তানদের সরকারী চাকুরীতে নিয়োগ না

দেওয়া,মুক্তিযোদ্ধাদের সন্মান ক্ষুন্নকারীদের বিরুদ্ধে হলোকাষ্ট বা জেনোসাইড ডিনায়েল এর আদলে আইন প্রনয়ম করে বিচারের ব্যবস্থা করা সহ ৬দফা দাবীতে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রীর বরাবর তারা স্মারক লিপি প্রদান করেন। কোটা বহাল রাখার দাবীতে আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে প্রায় শতাধিক মুক্তিযোদ্ধাদের অংশ গ্রহনে স্মারক লিপি প্রদান ও গনজমায়েত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমন্ডার আকতারুজ্জামান,সাবেক মুক্তিযোদ্ধা কমন্ডার সাজেদুর রহমান দুদ শাহু, সাবেক মুক্তিযোদ্ধা কমন্ডার জামসেদুর রহমান জমসেদ, সাবেক ডেপুটি কমন্ডার আব্দুল মালেক মোল্লা,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, বীর মুক্তিযোদ্ধা কাজী রুহুল, বীর মুক্তিযোদ্ধা নীরেন্দ্র নাথ দাশ, বীর মুক্তিযোদ্ধা বুদ্ধেশ^র হালদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তি যোদ্ধা সন্তান এ্যাডভোকেট ওমর ফারুখ সুমন, বীর মুক্তিযোদ্ধা সন্তান ফজলে রাব্বী জুয়েল, বরি মুক্তি যোদ্ধা সন্তান সাংবাদিক কাজী রহমান, বীর মুক্তি যোদ্ধা সন্তান রেজাউল ইসলাম প্রমূখ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.