মিঠাপুকুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ লাখ টাকা জরিমানা

রংপুর প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় মোবাইল কোর্ট এর মাধ্যমে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ওই ব্যক্তির নাম মোঃ শাহ আলম।
আজ শনিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের খোর্দ্দ মুরাদপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করেন।
বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
তিনি বলেন, “মিঠাপুকুর উপজেলার সীমানা ঘেঁষে বয়ে যাওয়া ঘাঘট নদী থেকে বেশ কয়েক দিন ধরে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে আসছিল কয়েকজন ব্যক্তি। স্থানীয় লোকজন বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।
অভিযোগের প্রেক্ষিতে আজ সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।”
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.