ভারতে করোনায় মৃত্যু সর্বাধিক

কলকাতা (ভারত) প্রতিনিধি: ভারতে করোনায় মৃত্যু হয়েছে সর্বাধিক বলে জানাল ম্যাডিকেল জার্নাল ল্যানসেট।
সংস্থাটি তথ্য বিশ্লেষণ করে বলছে, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ৪০ লক্ষ ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। নথিভুক্ত মৃত্যুর থেকে আটগুন বেশী।
ল্যানসেট আরও জানাচ্ছে ভারতে অত্যধিক জনসংখ্যার জন্য এই তথ্য এতদিন উঠে আসেনি। ২০২১ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত বিশ্বের মোট মৃত্যুর ২২,৩ শতাংশ ভারতেই হয়েছে।
ভারত সরকারের তরফ থেকে এই দাবিকে নস্বাত করে জানান হয়েছে ‘ভুয়ো ও অনুমান মূলক’। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে সংস্থার এই রিপোর্টের কোনও বৈধ ভিত্তি নেই। তাদের তথ্য সংগ্রহ যথাযথ নয়।
এখনও কোনও স্বীকৃত গবেষণায় বা কোথাও কোনও দেশের স্বাস্থ্য সংস্থা এই দাবি করেনি। বরং পশ্চিমের দেশগুলো অনেক বেশী ক্ষতিগ্রস্ত বলে সর্বজনবিদিত।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা(ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.