ভারতীয় সেনাবাহিনী’র গোলার আঘাতে পাকিস্তানী ৪ নাগরিক নিহত

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর গোলার আঘাতে পাকিস্তানী ৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিকে উদ্ধৃত করে  আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।

পাকিস্তানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতেখার বিবৃতিতে জানান, নিয়ন্ত্রণ রেখার নিখিয়াল ও বাগসার এলাকার বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এসব গোলা ছোড়া হয়। এর ফলে ভারতীয় সেনাবাহিনী অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, সীমান্তের যে এলাকায় হামলা চালানো হয়েছে তা আবাসিক এলাকা। সেখানে বেসামরিক লোকজনের বসবাস। নিহতদের মধ্যে ১জন নারী রয়েছেন। এছাড়াও আরও কয়েক জন আহত হয়েছেন।

পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র আরও জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনীর গোলাগুলির জবাব দিতে পাকিস্তানের সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। এদিকে, এ ঘটনার প্রতিবাদ জানাতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার (১৮ জুন) ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্স গৌরব আহলুওয়ালিকে ডেকে প্রতিবাদ জানিয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.