বিএনপি’র সমাবেশের আগের দিন যশোরে আ. লীগের লাঠি মিছিল

যশোর প্রতিনিধি: যশোরে বিএনপির সমাবেশের আগের দিন মহড়া দিয়েছে জেলা আওয়ামী লীগ। আজ শুক্রবার (২৬ মে) বিকেলে শহরের টাউন হল ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করে আওয়ামী লীগ। সমাবেশ শেষে সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে বাঁশের লাঠি হাতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সমাবেশস্থল থেকে দড়াটানা ঘুরে চৌরাস্তা থানা মোড়ে গিয়ে শেষ হয়।
এদিকে আগামীকাল শনিবার যশোরে সমাবেশ করবে বিএনপি। এতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রশাসনের পক্ষ থেকে মৌখিকভাবে শহরের ভোলা ট্যাংক রোডে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। একই দিন শহরের টাউন হল মাঠে ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত একটি শ্রমিক সংগঠনকে সমাবেশের অনুমতি দিয়েছে প্রশাসন।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, তারেক জিয়ার ইন্ধনে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন রাজশাহী বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। লন্ডনে তারেক জিয়ার মৃত্যু হলেও তার মরদেহ বাংলাদেশে আনতে দেওয়া হবে না।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদার বলেন, যশোরে বিএনপি প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করলে যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ পাঠিয়ে ঠাণ্ডা করে দেওয়া হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন- যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ, যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাছির উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, মহিলা লীগের সভাপতি লাইজু জামান, সাধারণ সম্পাদক জোৎসা আরা মিলি, শ্রমিক লীগের সভাপতি সাইফুর রহমান, জেলা যুব মহিলা লীগের সভাপতি মুঞ্জুন্নাহার নাজনীন সোনালী ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব।
যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসেন বলেন, একই দিনে দুটি সমাবেশ হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা নেই।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর যশোর প্রতিনিধি শফিক ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.