বগুড়ায় বিএনপি’র সমাবেশস্থলের পাশে ছাত্রলীগের মহড়া

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বিএনপির সমাবেশস্থলের পাশে শহরের সাতমাথা এলাকায় মহড়া দিচ্ছে ছাত্রলীগ। আজ শুক্রবার (২৬ মে) দুপুর ৩টার দিক থেকে মহড়া শুরু হয়। এতে নেতৃত্ব দেন বগুড়া জেলা ছাত্রলীগ সভাপতি সজীব সাহা। মহড়ায় শতাধিক নেতাকর্মী অংশ নেন।
১০ দফা দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়া সেন্ট্রাল হাই স্কুল মাঠে সমাবেশের আয়োজন করেছে জেলা বিএনপি। দুপুর ৩টার পর থেকে বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এদিকে বিএনপির সমাবেশস্থলের কাছে মহড়া দিচ্ছে জেলা ছাত্রলীগ। এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, সমাবেশের নামে বিএনপি আতঙ্ক সৃষ্টি করছে। তাদের অপপ্রচার, মিথ্যাচারসহ ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রলীগ শান্তিপূর্ণভাবে মিছিল ও সমাবেশ করছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক পুলিশ। পুরো শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি রাহেনুর ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.