বাগেরহাট-৪,মোড়েলগঞ্জ-শরণখোলা উপ-নির্বাচনে প্রথম দিনে আ.লীগের দলীয় মনোনয়ন কিনলেন আব্দুর রহিম খান ও মিজানুর জনি

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাট-৪,মোড়েলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি প্রায়াত আওয়ামী লীগ নেতা ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যুর পর ৯ জানুয়ারী আসনটি শূন্য হয়। তবে কে হচ্ছেন বাগেরহাট-৪ আসনের পরবর্তি সংসদ সদস্য এ নিয়ে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের মাঝে নানা জল্পনা-কল্পনা কে হবেন এ আসনের আগামি দিনের আওয়ামী লীগের কান্ডারি। প্রথম দিনে দলীয় মনোনয়ন কিনেছেন ড. আব্দুর রহিম খান ও এইচএম মিজানুর রহমান জনি।

অবশেষে উপ নির্বাচনে তফসিল ঘোষনা ২১মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাগেরহাট-৪, সংসদীয় আসনের নির্বাচন। আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার আনুষ্ঠানিকভাবে প্রথম দিনে দলটি তাদের দলীয় মনোনয়ন বিক্রয় শুরু করেন সকাল ১১টায় দলীয় কার্যালয় দলের উপ দপ্তর সম্পাদক সায়েম খান।

মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে মোড়েলগঞ্জ-শরণখোলা আসনে দলীয় মনোনয়ন কিনেছেন আওয়ামী লীগ নেতা সাবেক অতিরিক্ত আইজিপি বীর মুক্তিযোদ্ধা সমাজ সেবক ড. আব্দুর রহিম খান, আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ-সম্পাদক এইচএম মিজানুর রহমান জনি।

১৪ ফেব্রুয়ারী পর্যন্ত দলীয় মনোনয়ন বিক্রির হবে বলে জানাগেছে। এদিকে মোড়েলগঞ্জ-শরণখোলায় উপ-নির্বাচনকে ঘিরে সর্বত্রই হাওয়া বইতে শুরু করেছে গ্রামগঞ্জে চাযের দোকান, হাট বাজারে নির্বাচনী আলোচনা মাঠে তৃনমূল কর্মীদের খোঁজ খবর কুশল বিনিময় শুরু করেছেন আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী অনেক নেতারাই।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ গনেশ পাল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.