বাইডেনকে ‘ভবিষ্যতহীন বৃদ্ধ’ বললেন কিমের বোন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের বোন ও রাজনীতিবিদ কিম ইয়ো জং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন। তার ভাষ্য, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ‘ভবিষ্যতহীন এক বুড়ো লোক’। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি।
কিম জং–উনের বোন ও রাজনীতিবিদ কিম ইয়ো জং বলেছেন, এমন এক ব্যক্তির কাছ থেকে এই অযৌক্তিক মন্তব্য এসেছে যিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও দায়িত্ব নিতে একেবারেই সক্ষম নন, একজন বৃদ্ধ মানুষ যার কোন ভবিষ্যত নেই। মেয়াদের বাকী দুবছরও তার পক্ষে কাজ চালিয়ে নেয়া কঠিন হবে।
এছাড়াও প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরীয় নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং শাসন ক্ষমতার অবসান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক মন্তব্যকে অযৌক্তিক বলে সমালোচনা করেছেন।
সম্প্রতি ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার নেতা ইয়ুন সুক ইয়েওলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন বাইডেন। সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও এর মিত্র ও সহযোগী দেশগুলোর ওপর উত্তর কোরিয়ার পারমাণবিক হামলা হলে পিয়ং ইয়ংয়ের ক্ষমতাসীন সরকার শেষ হয়ে যাবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.