বর ও কনের জরিমানা : আদমদীঘিতে ইউএনও‘র হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে প্রশাসনের হস্তক্ষেপে ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টিওরপাড়া গ্রামে ওই ছাত্রীর বাড়িতে বিয়ের আসরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) শ্রাবণী রায় অভিযান চালিয়ে বন্ধ করেন বাল্যবিয়ে। এসময় বর ও কনের দুই পক্ষের ৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী রায় বিটিসি নিউজকে জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন আজ শুক্রবার আদমদীঘির সান্তাহার টিওরপাড়া গ্রামে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী (১৪) এর সাথে একই উপজেলার ডুমুড়ীগ্রামের আব্দুল গফুরের ছেলে সাব্বির (১৯)এর বিয়ের দিন ঠিক হয়। দুপুরে ওই ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন চলছে ছাত্রীর বাড়িতে এমন গোপন সংবাদ পেয়ে বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয় এবং বর ও কনের দুই পক্ষের ৪ হাজার টাকা জরিমানা করে তাদের প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার নির্দেশ দিয়ে মুচলেকা নেয়া হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.