আদমদীঘিতে দিনের বেলা মোটরসাইকেল চুরি


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে দিনের বেলা মাত্র ১০ মিনিটের ব্যবধানে বিপ্লব হোসেন নামের এক মাছের ঔষধ বিক্রেতার একটি পালসার-১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়েছে।
আজ শুক্রবার (১৩ আগস্ট) বেলা ২ টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আল রিয়াদ ফিড এন্ড ফিস মিলের সামনে এ চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় অবহিত করা হয়েছে।
জানাযায়, আদমদীঘি বাজারের মাছের ঔষধ বিক্রেতা বিপ্লব হোসেন আল রিয়াদ ফিস এন্ড ফিড মিলের উত্তরে জনৈক আমজাদ হোসেনের বাসায় ভাড়া থাকেন।
আজ শুক্রবার (১৩ আগস্ট) বেলা ২টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির অদুরে আল রিয়াদ ফিস এন্ড ফিড মিলের সামনে রাস্তায় তার মোটরসাইকেলটি রেখে কিছুদুরে তার বাসায় গিয়ে মাত্র ১০ মিনিটের মধ্যে ফিরে দেখেন একটি চক্র মোটরসাইকেলটি চুরি করে পালিয়ে যাচ্ছে। এসময় তার চিৎকারে অনেকে এগিয়ে এলও মোটরসাইকেল নিয়ে বগুড়ার দিকে পালিয়ে যায় চোর চক্র। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.