কর্ণফুলীতে বিধ্বস্ত বিমানটি’র খোঁজে নৌবাহিনীর চিরুনি অভিযান

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পতেঙ্গায় অবতরণের আগে দুর্ঘটনার কবলে পড়ে বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে নৌবাহিনী। আজ বৃহস্পতিবার (০৯ মে) কর্ণফুলী নদীতে বিমানটির খোঁজে নামে নৌবাহিনীর ডুবুরি দল।
অত্যাধুনিক প্রযুক্তি আর ম্যানুয়াল দুই পদ্ধতি ব্যবহার করেই খোঁজা হচ্ছে বিমানটি। তবে এখনো পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি এটির। বঙ্গোপসাগর আর কর্ণফুলী নদীর মোহনা হওয়াতে নদীর তলদেশ খুব গভীর। এজন্য বেশ বেগ পেতে হচ্ছে নৌবাহিনীকে।
নৌবাহিনী বলছে বিমানটি দ্রুত শনাক্ত করতে না পারলে এই পথে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটবে। তাই দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে বিমানটিকে।
এছাড়াও এই পথেই দেশি-বিদেশি জাহাজ পৌঁছায় চট্টগ্রাম বন্দরে। দেশিয় বাণিজ্যেও প্রভাব পড়ার শঙ্কা প্রকাশ করেছেন তারা।
এর আগে বেলা ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় অবতরণের আগে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানে আগুন লেগে পতেঙ্গার কর্ণফুলী নদীর মোহনায় পড়ে। আইএসপিআর তখন জানায়, বিমান বাহিনীর ইয়াক-১৩০ (YAK 130) প্রশিক্ষণ যুদ্ধবিমানটি ‘যান্ত্রিক ত্রুটির কারণে’ দুর্ঘটনায় পড়ে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.