বকশীগঞ্জে ভাল শিখন চিহ্নিতকরণ কর্মশালা অনুষ্ঠিত


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে “বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি প্রতিষ্ঠানিকীকরণ” প্রকল্পের আওতায় উপজেলা ভিত্তিক ভাল শিখন চিহ্নিতকরণ কর্মশালা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে সাজেদা ফাউন্ডেশন ও ওয়াটার এইড এর বাস্তবায়নে উপজেলা সভাকক্ষে দিনব্যাপি ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। সভাপতিত্ব করেন বকশীগঞ্জ ইউএনও মুন মুন জাহান লিজা।
সাজেদা ফাউন্ডেশনের বকশীগঞ্জ সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মো. লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় এ সময় উপস্থিত ও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, এনআইএলজি’র সহকারী পরিচালক মো. ইমরানুর রহমান, সাজেদা ফাউন্ডেশনের প্রকল্প কার্যালয়ের সিনিয়র কো-অর্ডিনেটর মো. শফিকুল ইসলাম, ওয়াটার এইড এর প্রকল্প ব্যবস্থাপক মাহফুজ উর রহমান, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, ইউপি সচিব শয়িতুজ্জামান, ইউপি সচিব বজলুল করিম, ইউপি সচিব এসএম আমিন প্রমুখ।
কমশালায় ইউনিয়ন পরিষদের ভাল কাজ গুলোর স্বীকৃতি, ভাল শিখন কাজে জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণ, ভবিষ্যতে পরিকল্পনা গুলো চিহ্নিত করা সহ বিভিন্ন বিয়ষ নিয়ে আলোচনা করা হয়। ৭ টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্যবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.