টেলিভিশনের ক্যামেরাপারসন লিমনের উপর পুলিশী নির্যাতনের ঘটনায় সংবাদ সম্মেলন (ভিডিও)

রংপুর প্রতিনিধি: ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাপারসন লিমন মিয়ার ওপর পুলিশী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা না নেয়া পর্যন্ত মেট্রোপলিটন পুলিশের সকল ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষনা দিয়েছে রংপুরের সাংবাদিকরা।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন রংপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক রফিক সরকার। টিসিএ আয়োজিত সাংবাদিক সম্মেলনে ঘোষণা দেন ঘটনার ১০ দিন পরেও এখন পর্যন্ত দায়ি পুলিশ সদস্যদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয় নি। সে কারণে আমরা হতবাক। দাবি আদায়ে টিসিএ সাধারণ সম্পাদক আগামী ২৯ তারিখে কাচারী বাজারে অবস্থা ধর্মঘট, মেয়র ও ডিসির কাছে স্মারকলিপি, আগামী ৩০ নভেম্বর একই স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এবং ১ ডিসেম্বর সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করেন। গত ১৭ নভেম্বর সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানে পুলিশের লাঠিচার্জের ছবি তোলার সময় লিমনকে ১০/১২ জন পুলিশ সদস্য কুপিয়ে মারাত্বক জখম করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.