মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় প্রস্তুতি সভা 

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় বাগেরহাটের মোরেলগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান।
সহকারি কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজ্জা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, মো. বাকি বিল্লাহ, সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, অধ্যক্ষ ড. রুহুল আমিন, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. জাকির হোসেন, বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও ডরপ এর কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সম্ভাব্য ঝড় ‘রেমাল’ এর আঘাত থেকে প্রানহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সভায় নদীর তীরবর্তী এ উপজেলার ৮৫ টি সাইক্লোন শেল্টারসহ ঝড় শহনশীল শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রস্তুত রাখা, শুকনো খাবার মজুদ, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট ও জরুরি চিকিৎসা সামগ্রী মজুদ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.