চাঁপাইনবাবগঞ্জে ১১ দফা দাবিতে প্রতিবন্ধীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: জাতীয় বাজেটে প্রতিবন্ধী ভাতা মাসে ৮৫০ টাকার পরিবর্তে ৫ হাজার টাকা প্রদানসহ ১১ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে প্রতিবন্ধীরা।
ডিজ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট চাঁপাইনবাবগঞ্জ ডিপিওডি আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় সামনে এ মানববন্ধন হয়।
বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ ডিপিওডি’র পরিচালক মোঃ শফিকুল ইসলাম, চেয়ারম্যান মোঃ আব্দুল ওদুদ, সাধারণ সদস্য মো. সোহেল রানাসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। আয়োজকরা প্রতিবন্ধীদের শিক্ষা ভাতা ২ হাজার টাকা, প্রতিবন্ধীদের জন্য আত্মকর্মসংস্থান তৈরি, চাকরিতে কোটা প্রদান, চিকিৎসা ভাতা সহ ১১ দফা দাবী তুলে ধরেন এবং এসব দাবি মেনে নেয়ার জন্য সরকারের সু-দৃষ্টি কামনা করেন।
বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সকল ক্ষেত্রে নিগৃহিত হচ্ছে। সুস্থ্য সবলদের মতো তাদের কর্মক্ষেত্রসহ বিভিন্ন কিছুতে যেখানে বেশি সুযোগ সুবিধা থাকার কথা, সেখানে প্রতিবন্ধীরা অনেক কম সুযোগ সুবিধা নিয়ে তাদের জীবন যাপন করে।
আর তাই ২০২৪-২৫ জাতীয় বাজেটে প্রতিবন্ধী ব্যক্তির ভাতা নূন্যতম ৫ হাজার টাকা এবং শিক্ষা উপবৃত্তি ২ হাজার টাকা, প্রতিবন্ধী মানুষের সরকারি চাকুরির নিয়োগে বিশেষ নীতিমালা (কোটা) প্রণয়ন, নিরন্ন প্রতিবন্ধী মানুষদের ১টি বাড়ি ১টি খামার ও আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে আত্মনির্ভরশীল করা ও চলতি বাজেটে সন্নিবেশিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ প্রতিবন্ধী বিভিন্ন সংগঠনের পাশে দাঁড়াতে মোট ১১ দফা দাবী বাস্তবায়নের জোড় দাবী জানান মানববন্ধনে অংশগ্রহণ কারী প্রতিবন্ধীরা। ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন আয়োজকরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.