ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এমবাপেও পেলেন ভোট!

বিটিসি স্পোর্টস ডেস্ক: কিলিয়ান এমবাপ্পের প্রভাব ফুটবল ছাড়িয়ে পৌঁছে গেল নির্বাচনের মাঠেও! ২৩ বছর বয়সী বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার ফ্রান্সে রোববার প্রেসিডেন্ট নির্বাচনে পেয়েছেন ১০ ভোট। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনটিই ঘটেছে।
রোববার এমানুয়েল ম্যাক্রোঁ দ্বিতীয় মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি সম্প্রতি প্যারিস সেন্ট জার্মেইতে এমবাপেকে রাখার পক্ষে প্রচারণা চালিয়েছিলেন।
ম্যাক্রোো এমবাপেকে নিয়ে বলেন, ‘লিগ ওয়ান এবং পিএসজিতে তাকে রাখার জন্য আমাদের অবশ্যই লড়াই করতে হবে। কারণ সে একজন দুর্দান্ত খেলোয়াড়। ফ্রান্সে তাকে দেখতে পারাটা আনন্দের।’
এই এমবাপেকেই রোববারের নির্বাচনে ম্যাক্রোঁর মতো প্রেসিডেন্ট পদপ্রার্থী বানিয়ে ভোট দিয়েছেন কয়েকজন সমর্থক।
‘লে এস্তে রিপাবলিকায়ান’ এর প্রতিবেদন, ৪০০ জন বাসিন্দার ছোট গ্রাম টেলেনেতে ১০টি ভোট পেয়েছেন এমবাপে। সমর্থকরা নকল ব্যালট বানিয়ে তাতে এমবাপের নাম জুড়ে দেন।
টেলেনের মেয়র বলেন, ‘আমরা দেখলাম এমন একটা বেরিয়ে এসেছে, তারপরে দুটি, তারপরে তিনটি…. এটি খুবই ভালোভাবে করা হয়েছে, ঠিক আসল ব্যালটের মতো দেখাচ্ছিল।’
তিনি যোগ করেন, ‘(এমবাপের) নামটি কলম দিয়ে দ্রুত লেখা হয়নি, বরং কম্পিউটারে টাইপ করা হয়েছিল এবং তারপরে ছাপানো হয়।’
প্রসঙ্গত, আরও পাঁচ বছরের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট থাকবেন এমানুয়েল ম্যাক্রোঁ। প্রধান প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী প্রার্থী মারিন লা পেনকে হারিয়ে তিনি বিজয়ী হয়েছেন।
ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮ দশমিক ৫৫ শতাংশ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪১ দশমিক ৪৫ শতাংশ ভোট। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.