২০২৪ সালে চীনের অর্থনীতি ৫ দশমিক ২ শতাংশ বাড়বে

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরে চীনের অর্থনীতি ৫ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পাবে, যা এর আগের বছরের তুলনায় ৪ দশমিক ৯ শতাংশ বেশি। জে পি মরগানের চীনা অর্থনীতি বিষয়ক প্রধান চু হেইপিন এই অনুমানের কথা ব্যক্ত করেছেন।
বুধবার শাংহাইতে জে পি মরগান গ্লোবাল চায়না সামিটের সময় অর্থনীতিবিদ তার এ অনুমান ঘোষণা করেন।
চু বলেন, ২০২৪ সালের প্রথম তিন মাসে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৩ শতাংশ ছাড়িয়ে গেছে, যা বছরের জন্য একটি শক্তিশালী সূচনা চিহ্নিত করেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.