দুই দিন আগেই স্লোভাক প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে হত্যার চেষ্টার অভিযোগে অভিযুক্ত জুরাজ সিন্টুলা দুই দিন আগে অপরাধের পরিকল্পনা করেছিলেন, প্রাভদা নিউজ ওয়েবসাইট আদালতের উপকরণের বরাত দিয়ে জানিয়েছে।
আদালতের নথি অনুসারে, সিন্টুলা হত্যা চেষ্টায় ব্যবহৃত পিস্তলের জন্য দুটি ম্যাগাজিন প্রস্তুত করেছিল। এর আগে, স্লোভাক মিডিয়া জানিয়েছে যে অস্ত্রটি একটি চেক-নির্মিত সিজেড ৭৫। এর মূল্য ৭০০ থেকে ৮০০ ইউরোর মধ্যে। সিন্টুলা আইনত এর মালিক।
একই সময়ে, ওয়েবসাইট অনুসারে, তিনি বলেছিলেন যে, তিনি ফিকোকে হত্যা করতে চাননি, তবে শুধুমাত্র ‘তার স্বাস্থ্যের ক্ষতি’ করার উদ্দেশ্য ছিল যাতে রাজনীতিবিদ প্রধানমন্ত্রী হিসাবে তার দায়িত্ব পালন করতে সক্ষম না হন।
১৫ মে পশ্চিম স্লোভাকিয়ান শহর হ্যান্ডলোভাতে ফিকোর উপর একটি সশস্ত্র হামলা হয়েছিল। রাজনীতিবিদ বন্দুকের গুলিতে আহত হয়েছিলেন এবং তাকে অস্ত্রোপচার করতে হয়েছিল। ৭১ বছর বয়সী জুরাজ সিন্টুলার বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.