আটোয়ারীতে শিক্ষা অফিস ও শিক্ষা পরিবারের ইফতার মাহফিল


আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষা পরিবারের যৌথ আয়োজনে পরলোকগমণকারী শিক্ষকদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল মঙ্গলবার (২৬ এপ্রিল) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমান। সমিতির সাধারণ সম্পাদক মোঃ তৈমুর রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মাহফিলের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছাইফুল আলম।
আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দ, সুধিজন সহ সাংবাদিকগণ। ইফতার মাহফিলে
পরলোকগমণকারী শিক্ষকদের আত্মার মাগফিরাত, অসুস্থ শিক্ষকদের জন্য সুস্থ্যতা কামনা, দেশের শান্তি, সমৃদ্ধি এবং সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ আব্দুল গফুর।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.