এবার ইউরোপের ৩ দেশের সঙ্গে ‘ঠান্ডা লড়াই’ নেতানিয়াহুর!

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি পাক ফিলিস্তিন। এই দাবি বহুদিনের। সম্প্রতি ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য করার প্রস্তাব পাস হয়েছে। যা নিয়ে এমনিতেই ক্ষোভে ফুঁসছে ইসরাইল।
এর মাঝেই ইহুদি দেশটির সঙ্গে সংঘাত বাড়িয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে মর্যাদা দেয়ার ঘোষণা করেছে স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। এবার ইউরোপের এই তিন দেশকে তোপ দাগলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সাফ বলে দেন, ‘ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেয়া মানে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা।’
বিশ্ব মানচিত্রে সার্বভৌম দেশ হিসাবে ফিলিস্তিনের কোনও অস্তিত্ব নেই। এটা শুধু একটা ধারণা মাত্র। আর এখানেই সন্ত্রাসবাদীদের মদত দেয়া হয়। এমন দাবি করে বুধবার এক্স হ্যান্ডেলে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু লেখেন, ‘বেশ কিছু ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দিচ্ছে।
এর উদ্দেশ্য একটাই। সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা। শমরিয়া ও যিহুদিয়ার ৮০ শতাংশ ফিলিস্তিনি গত ৭ অক্টোবরের হামলাকে সমর্থন করে। এটা একটা সন্ত্রাসী দেশ হয়ে উঠবে। ওরা বার বার ৭ অক্টোবরকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। আমরা তা কখনই হতে দেব না। সন্ত্রাসবাদকে পুরস্কৃত করলেই শান্তি ফিরবে না। আর আমরা হামাসকে খতম করবই। কেউ আমাদের রুখতে পারবে না।’
উল্লেখ্য, দ্বি-রাষ্ট্র তত্ত্বের পক্ষে সওয়াল করে বুধবার নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর বলেন, ‘ইসরাইলের ভালোর জন্যই ওখানে দুই রাষ্ট্র নীতি জারি হওয়া প্রয়োজন। এক্ষেত্রে গাজা ও ওয়েস্ট ব্যাঙ্ক-সহ ফিলিস্তিন দেশ প্রতিষ্ঠিত হোক। তাতে দুই দেশের মধ্যে থাকা সংঘাত শেষ হবে ও পশ্চিম এশিয়ায় শান্তি ফিরবে। আগামী ২৮ মে আমরা প্যালেস্টাইনকে দেশ হিসেবে স্বীকৃতি দেব।’
পাশাপাশি আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন,‘আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেয়ার। আমরা আশা করছি আরও কিছু দেশ আমাদের উদ্যোগকে অনুসরণ করবে।’
এদিন তাদের সুরের সুর মিলিয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ জানান, ‘আগামী ২৮ মে এই বিষয়ে ৩ দেশের প্রতিনিধিরা একজোট হতে চলেছি। সেখানেই ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে মর্যাদা দেব আমরা।’ এর পরই তীব্র ক্ষোভ প্রকাশ করে ইসরাইল।
আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেনের এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ। এই ৩ দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে তেল আভিভ।
ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তের বিরোধিতা করে আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেনে থাকা ইসরাইলি রাষ্ট্রদূতদের দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে নেতানিয়াহুর সরকার।
বিশ্লেষকদের মতে, ফিলিস্তিন ইস্যুতে এবার ইউরোপের এই ৩ দেশের সঙ্গে কার্যত ‘ঠান্ডা লড়াই’য়ে জড়ালেন নেতানিয়াহু। আগামিদিনে এই সংঘাত কোনদিকে যায় সেদিকেই নজর কূটনৈতিক মহলের। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.