ফেনীতে ৩৭০ পিস ইয়াবাসহ আটক ৩

ফেনী প্রতিনিধি: ফেনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কতিপয় মাদক ব্যবসায়ী সিএনজির যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী জেলার ফুলগাজী হতে কাজীরবাগ মজিদ মিয়া বাজার ফেনী সদর এর দিকে নিয়ে যাচ্ছে।

কাজীর বাগ মজিদ মিয়া বাজার পাকা সড়কের উপর র‌্যাব সদস্যরা গতকাল বুধবার একটি চেকপোষ্ট পরিচালনা কালে একটি সন্দেহজনক সিএনজিকে থামানোর সংকেত দিলে সিএনজিটি থামানো মাত্রই ৩ জন ব্যক্তি সিএনজি হতে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তিন জনকে আটক করে।

আটককৃত মোঃ ইয়াসিন হোসেন মুন্না (২৪),মোঃ ইউনুস (২০),মোঃ শাহিন উদ্দিন শান্ত(১৮) আসামীদেরকে তল্লাশী করে তাদের থেকে ৩৭০ (তিনশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামীদেরকে আরো জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সুকৌশলে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সীমান্তবর্তী এলাকা হতে এনে জেলার বিভিন্ন এলাকায় পাইকারী দামে বিক্রয় করে ।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ লক্ষ ৮৫ হাজার পাঁচশত টাকা।

গ্রেফতারকৃত আসামী, উদ্ধারকৃত ইয়াবা ও আন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফেনী জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.