নবাবগঞ্জে শিক্ষার্থীদেরকে স্মার্ট ফোন ব্যবহার না করার শপথ করালেন ইউ,এন,ও (ভিডিও)

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদেরকে স্কুল জীবনে স্মার্ট ফোন ব্যবহার না করার জন্য শপথ করিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার।

গতকাল বুধবারে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে চত্বরে ২০২০ সালের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ট শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের এ শপথ করান।

তিনি বাবা-মা, শিক্ষকদের কথা মেনে চলা, গুরুজনদের সম্মান করা, পড়ার টেবিলকে সবোর্চ্চ গুরুত্ব দেয়ার বিষয়েও শিক্ষার্থীদের শপথ করান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার সাহার সভাপতিত্বে বিদায়ী ও বরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, থানার অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম সহ আরও অনেকে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি মোঃ ইয়ামিন সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.