ভুল স্বীকার করেছে লাইন্সম্যান, দাবি ডি লিখটের

বিটিসি স্পোর্টস ডেস্ক: অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ২-১ গোলে এগিয়ে রিয়াল মাদ্রিদ। খেলার শেষ বাঁশি বাজার অপেক্ষায় সবাই। এমন সময় রিয়ালের জালে বল পাঠান বায়ার্ন মিউনিখের মাটাইস ডি লিখট।
তবে আগেই অফসাইডের পতাকা উঁচিয়ে ধরেন লাইন্সম্যান। সিদ্ধান্ত মেনে নিতে না পেরে মাঠেই ছড়ায় উত্তাপ। গোল নাকি অফসাইড এর রেশ থেকে যায় ম্যাচ শেষেও। লাইন্সম্যান তার ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন বলে দাবি করেন ডি লিখট।
বুধবার (৮ মে) সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্নকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল। ম্যাচের শেষ দিকে গোলের আগেই বাঁশি বেজে যাওয়ায় সেটি অফসাইড ছিল কিনা, তা পরীক্ষা করে দেখার এখতিয়ার ছিল না ভিএআরের। ম্যাচ শেষে রেফারি ও লাইন্সম্যানের সমালোচনা করেছেন গোলদাতা ডি লিখট। তিনি বলেন, ‘লাইন্সম্যান আমাকে বলছে, “আমি দুঃখিত। আমি ভুল করেছি।”‘
ডি লিখট আরও বলেন, ‘নিয়মটা আমরা সবাই জানি এবং এটা পরিষ্কার যে, নিশ্চিত অফসাইড না হলে খেলা চলতে থাকবে। এটাই নিয়ম! জঘন্য একটা সিদ্ধান্ত ছিল। জোসেলু যে গোল করল, সেটাও তো প্রায় অফসাইড ছিল, কিন্তু তারা খেলা চালিয়ে যেতে দিয়েছে। তাহলে আমাদেরকে কেন দেয়নি?’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.