ফেনীতে তিন শতাধিক শিক্ষক – কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলাধীন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মধ্যে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারনে কর্মহীন শিক্ষক -কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টায় শহরের বাঁশপাড়া কোয়ার্টারের জেলা শিক্ষক সমিতি ভবনে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেনী সদর উপজেলা শাখা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেনী সদর উপজেলা শাখার সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মো: জহির উদ্দিন ইমতিয়াজ, জেলা শাখার সাধারণ সম্পাদক মোসাদ্দেক আলী, সহ-সভাপতি জামাল উদ্দিন, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য মৃনাল কান্তি দেব নাথ, রাখাল চন্দ্র পাল, ছাগলনাইয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন টিপু, সদর উপজেলা শাখার সদস্য স্বপন কুমার ভৌমিক, কামাল উদ্দিন, জাকির আহম্মদ হাজারী, রেজাউল করিম,মনছুরুল হক প্রমুখ।

বাংলাদেশ শিক্ষক সমিতি ফেনী সদর উপজেলা শাখার সভাপতি জুলফিকার আলী জানান, শিক্ষক-কর্মচারীরা লজ্জায় সাহায্য নিতে পারছে না তাদেরকে বাংলাদেশ শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। সদর উপজেলার সকল শিক্ষক-কর্মচারীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

তিনি করোনাভাইরাস প্রতিরোধে যথাযথ সরকারি নির্দেশনা মেনে চলার জন্য শিক্ষক-কর্মচারীদের অনুরোধ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আলু , ডাল, তেল , চিড়া ইত্যাদি। এছাড়াও প্রত্যেককে ১টি করে সাবান দেয়া হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.