নাটোরের বড়াইগ্রামে বিষ মিশিয়ে পাখী হত্যা , জনমনে আতঙ্ক

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বিষ প্রয়োগে পাখী হত্যা করা হয়েছে।আজ শুক্রবার সকালে উপজেলার রাজাপুর বাজারে এঘটনা ঘটে। এঘটনায় করোনা মহামারীর ভিতরে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরীক্ষা করে দেখা যায় বিষ প্রয়োগে ওই পাখীগুলোকে হত্যা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শিরা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আজ শুক্রবার সকালে রাজাপুর বাজারের মধ্যে একটি বটগাছে আশ্রয় নেয়া অনেকগুলি বুলবুলি ও শালিক পাখীগুলো একে একে মরে পড়তে শুর“ করে। করোনা মহামারির এই সময়ে পাখীর অস্বাভাবিক মৃত্যু দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে উপজেলা প্রাণিসস্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জ্বল কুমার কুন্ডু ঘটনাস্থল পরিদর্শন করে পরীক্ষার জন্য দুটো মৃত পাখী নিয়ে আসেন।

তিনি বলেন, মৃত পাখী কেটে খাদ্যনালী পরীক্ষা করে দেখেন সেখানে নীল রংয়ের ভাত রয়েছে। এথেকে অনুমান করা যায় , কে বা কারা ভাতের সাথে বিষ মাখিয়ে রাখলে ওই পাখি গুলো সে ভাত খায় এবং খেয়ে বট গাছের উপরে বসলে ওখান থেকে মরে নিচে পড়ে যায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.