পলাশবাড়ীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের  ধরে সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের ৯জন আহত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে সৃষ্ট সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ৯ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে চিকিৎসার জন্য ৭জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তন্মধ্যে ১ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার মহদীপুর ইউনিয়নের জালাগাড়ী-দূর্গাপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
সরেজমিন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুস ছাত্তার গং এর সাথে আব্দুল আজিজ গংয়ের মধ্যে ১১ শতাংশ জমির দখল নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুরে ওই জমি সংক্রান্ত বিষয় নিয়ে উভয়ের মধ্যে মতপার্থক্যের সৃষ্টি হয়। উত্তেজিত উভয়পক্ষ পরস্পর মারমুখী হয়ে উঠে। এক পর্যায়ে তাদের মধ্যে তুমুল সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ ঘটনায় জালাগাড়ী-দূর্গাপুর গ্রামের আব্দুল আজিজ গংদের মধ্যে স্বয়ং আব্দুল আজিজ (৭০) তার ছেলে মাহাবুব (৩৫), মশিউর (৪০), বাবুল (৩০), আজিজের স্ত্রী মর্জিনা বেগম (৫৫) ও নাতী আরিফ (১৭) গুরুতর জখম হয়। অপরদিকে একই গ্রামের ছাত্তার গংদের মধ্যে আব্দুস ছাত্তারের ছেলে বেলাল (৩০), শহিদুল (৩৫) ও বেলালের অসুস্থ স্ত্রী সদ্য সিজারিয়ান প্রসূতি আরেফা বেগম (২৬) আহত হয়। তন্মধ্যে আরেফা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পরস্পর বিরোধী অভিযোগ এনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.