পাকিস্তানের দাসু সন্ত্রাসী হামলায় জড়িত চারজন গ্রেপ্তার

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান দাসু জলবিদ্যুৎ প্রকল্পে গাড়ি হামলায় জড়িত চারজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (সোমবার) দেশটির পুলিশ এ তথ্য জানায়।
খাইবার পাখতুনখাওয়া পুলিশের সন্ত্রাসদমন বিভাগ এ দিন প্রকাশিত এক বিবৃতিতে বলছে, বিশেষভাবে গঠিত যৌথ তদন্ত গ্রুপের নেতৃত্বে সংশ্লিষ্ট বিভাগ গোয়েন্দা তথ্য অনুযায়ী গ্রেপ্তার অভিযান চালায়।
ওই চারজন সন্ত্রাসী-গোষ্ঠী ‘পাকিস্তান তালেবানের’ সদস্য। তাদের নাম প্রকাশিত হলেও তদন্তের স্বার্থে বেশি তথ্য জানানো হয়নি।
উল্লেখ্য, গত ২৬ মার্চ চীনা প্রতিষ্ঠানের গাড়িটি রাজধানী ইসলামাবাদ থেকে প্রকল্প সাইটে যাবার পথে সন্ত্রাসী হামলা হয়। তখন পাঁচজন চীনা কর্মী এবং একজন পাক কর্মী নিহত হন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.