পঞ্চগড়ে অবৈধভাবে বালু বিক্রির দায়ে জরিমানা


পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নদীর খনন করা ইজারা বহির্ভুত বালু অবৈধভাবে বিক্রির দায়ে আশরাফুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (০৪ মার্চ) দুপুরে করতোয়া নদীর রামেরডাঙ্গা শহর রক্ষা বাধ এলাকায়।
আশরাফুল সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মালিপাড়া এলাকার আকবর আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১১ ধারা ভঙ্গের কারনে ১৫ (১) অনুযায়ী এই দন্ডাদেশ দেন তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.