নোয়াখালীতে করোনায় আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে পৌঁছে যাবে খাদ্য সামগ্রী 

নোয়াখালী প্রতিনিধি: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রাদুভার্ব বেড়ে যাওয়ায় নোয়াখালী পৌরসভার পক্ষ থেকে কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের জন্য সেচ্চাসেবীদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার (০৮ জুন) বেলা ১১ টায়, বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি কনভেনশন হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব শহীদুল্লাহ্ খাঁন সোহেল।
আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান নূর আলম সিদ্দিকী রাজু, নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক নাজমুল আলম মঞ্জু, সাবেক ছাত্র নেতা রহমত উল্যা ভূঁইয়া, কায়সার হামিদ রকি সহ আরো অনেক ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দরা।
এসময় মেয়র, নোয়াখালী পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা প্রদান, অক্সিজেন সরবরাহ সহ সার্বিক সহায়তা প্রদানের লক্ষ্যে ওয়ার্ড ভিত্তিক গঠিত স্বেচ্ছাসেবকদের দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও করোনায় আক্রান্ত কোনো ব্যক্তি যাতে খাদ্য সংকটে না পড়েন সে দিকে সুনজর দেয়ারও আহ্বান জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.