নাটোরে পর্নোগ্রাফি সংরক্ষণ-বিক্রয়ের অপরাধে ৩ কম্পিউটার ব্যবসায়ী আটক

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার তরুন ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রয়ের অপরাধে ৩ কম্পিউটার ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল।

গতকাল শুক্রবার সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলার উপজেলার মির্জাপুর, নসরেতপুর ও মমিনপুর বাজাওে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন: উপজেলার মির্জাপুর, বাজারেরএস আর টেলিকমের মালিক ও আরসাদ আলীর ছেলে সাজেদুর রহমান (৩১) , মোমিনপুর বাজারের লিটন কম্পিউটারের মালিক ও একই এলাকার ধানাই সরদারের ছেলে লিটন কুমার সরদার (২৭) এবং নসরৎ পুরের রবীন কম্পিউটারের মালিক তেঘড়পাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে মোঃ রবিন ওরফে রাকিব (১৭) ।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান , তারা র্দীঘদিন ধরে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার তরুণ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট বিক্রি করতেন। এ সময় সংক্রান্ত আলামত জব্দ করে র‌্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নাটোর জেলার নলডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.