নাটোরে করোনা ও উপসর্গে ৫ জনের মৃত্যু


নাটোর প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় নাটোর সদর হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন করোনায় এবং ১ জন উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন। এ সময় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ৪৪ জন । নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫১ জনের। সংক্রমনের হার গতকালের চেয়ে ৬.০১ শতাংশ বেড়ে হয়েছে ২৯.১৩ শতাংশ।
এনিয়ে জেলায় মোট আক্রান্ত ৭৩৮৩ জন। সদর হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৪ জন। সুস্থ্য হয়েছেন ২৯২৯জন । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৪২৮৪ জন। এ পর্যন্ত জেলায় করোনায় মোট মৃত্যু ১৩৭ জন।
সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বিটিসি নিউজকে জানান, গত ২৫ জুলাই থেকে ঢাকার সেন্ট্রাল ল্যাবের আরটিপিসিআরে পাঠানো নমুনার রেজাল্ট পাওয়া যাচ্ছেনা। ফলে জেলার প্রকৃত আক্রান্তর রেজাল্ট থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। তিনি জানান, এই সময়ে ঢাকার সেন্ট্রাল ল্যাবে পড়ে রয়েছে ১৪৭১ জনের নমুনা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.